Bootstrap Image Preview
ঢাকা, ৩০ শনিবার, আগষ্ট ২০২৫ | ১৪ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঈদযাত্রা নিরাপদ করতে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা কমিটির ১২ সুপারিশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ মে ২০১৯, ০৩:২০ PM
আপডেট: ২১ মে ২০১৯, ০৩:২০ PM

bdmorning Image Preview


ঈদ আসলেই শুরু হয় কর্মস্থল থেকে নাড়ির টানে বাড়ি ফেরার ধুম। আর তাই আসন্ন ঈদ-উল-ফিতর কে সামনে রেখে জনগণের ঈদ যাত্রা নিরাপদ করতে ১২ দফা সুপারিশ করেছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি।  

সোমবার (২০ মে) এক বিবৃতিতে এ সুপারিশগুলো উত্থাপন করেন সংগঠনের সভাপতি হাজী মোহাম্মদ শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে । এসময় তারা তাদের ১২ টি সুপারিশ বাস্তবায়নের জন্য সরকারসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

ঈদ যাত্রায় ১২টি সুপারিশে বলা হয়েছে-

১. দুর্ঘটনা রোধে রেজিস্ট্রেশন, ফিটনেস ও রুট পারমিটবিহীন সব ধরনের গাড়ি চলাচল বন্ধ করতে হবে।

২. বাস টার্মিনাল ও কাউন্টারগুলোয় প্রয়োজনীয়সংখ্যক সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ সব টার্মিনাল ও মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

৩. বাসের ছাদে, ট্রাক ও পিক-আপ ভ্যানে যাত্রী পরিবহন বন্ধে মহাসড়ক, আন্তজেলা সড়ক ও আঞ্চলিক সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হবে।

৪. সারা দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সব জেলা ও পুলিশ প্রশাসনকে সম্পৃক্ত করতে হবে।

৫. অতিরিক্ত ভাড়া আদায় ও টিকিট কালোবাজারি বন্ধে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।

৬. দূরপাল্লার সড়কে বেপরোয়া গতিতে গাড়ি চলাচল ও বেআইনিভাবে ওভারটেকিং বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

৭. জাল লাইসেন্সধারী ও অপ্রাপ্তবয়স্কদের গাড়ি চালানো ও চলন্ত অবস্থায় চালকদের মোবাইল ফোন ব্যবহার বন্ধে জেলা ও পুলিশ প্রশাসনকে ক্ষমতা দিতে হবে।

৮. জাতীয় মহাসড়ক ও আন্তজেলা সড়কে অটোরিকশা, ইজিবাইকসহ তিন চাকার সব ধরনের যান চলাচল বন্ধ করতে হবে।

৯. শিমুলিয়া-কাঁঠালবাড়ি ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে নিরবচ্ছিন্ন ফেরি ও লঞ্চ চলাচল নিশ্চিত করতে হবে।

১০. ঈদের আগে শিমুলিয়া ও পাটুরিয়া এবং ঈদের পর কাঁঠালবাড়ি ও দৌলতদিয়া ফেরিঘাটে সাত দিন করে ভ্রাম্যমাণ আদালতসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোর তৎপরতা চালাতে হবে।

১১. মহাসড়কের দুঃসহ যানজট রোধে সড়কসংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে।

১২. মহাসড়কপথে কোনো রকম চাঁদাবাজির ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

রবিবার (১৯মে) সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, এবারের ঈদযাত্রা অতীতের যে কোনো সময়ের চেয়ে অধিকতর স্বস্তিদায়ক হবে।

সড়ক ও পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, যানজট নিরসন এবং বড় প্রকল্পগুলো যথাসময়ে শেষ করাই তার জীবনের বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন তিনি।

 

 

Bootstrap Image Preview