Bootstrap Image Preview
ঢাকা, ৩০ শনিবার, আগষ্ট ২০২৫ | ১৪ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আসাদগেটে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ মে ২০১৯, ১১:২১ AM
আপডেট: ২০ মে ২০১৯, ১১:২১ AM

bdmorning Image Preview


রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেট এলাকায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

রবিবার (২০ মে) দিনগত রাত ১২টার দিকে আসাদগেটে আড়ংয়ের সামনে এ ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।

থানা সূত্র আরও জানায়, ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম রানা মৃধা। তার বাবার নাম সোলেমান মৃধা। গ্রামের বাড়ি শরীয়তপুরের ডামুড্যা থানাধীন ইসলামপুরে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণেশ গোপাল বিশ্বাস জানান, রাত ১২টার দিকে আসাদগেটে আড়ংয়ের সামনে একটি ট্রাক মোটরসাইকেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই মোটরসাইকেলের চালক নিহত হন। নিহত ব্যক্তি উবারের মোটরসাইকেল চালাতেন।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে।

Bootstrap Image Preview