মির্জা ফখরুল ইসলাম শপথ না নেওয়ায় শূন্য ঘোষণা হওয়া বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক টি জামান নিকেতাকে দলীয় মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। একই সঙ্গে পঞ্চম ধাপে অনুষ্ঠেয় ১৬টি উপজেলার নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে দলটি।
রবিবার (১৯ মে) সন্ধ্যায় গণভবনে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় তাকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।
মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগের দফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এই আসনে প্রার্থী হতে ৯ জন মনোনয়নপ্রত্যাশী আওয়ামী লীগের ফরম সংগ্রহ ও জমা দিয়েছিলেন।
তারা হলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান অ্যাড রেজাউল করিম মন্টু, জেলা আওয়ামী লীগের ৩ জন যুগ্ম-সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, টি জামান নিকেতা, মঞ্জুরুল আলম মোহন, জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি মমতাজ উদ্দিনের ছেলে বগুড়া চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান মিলন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহ সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন শফিক, যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সভাপতি সিদ্দীকুর রহমান, জার্মান শাখা আওয়ামী লীগের উপদেষ্টা আসাদুর রহমান খন্দকার লাইজু, তাহমিনা জামান হিমিকা।
প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বমোট ৭টি আসন পায় বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট। এর মধ্যে একে একে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ও পরবর্তীতে দলীয় সিদ্ধান্তেই নির্দিষ্ট সময়ের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ নেন মির্জা ফখরুল বাদে বাকি ৬ নির্বাচিত সদস্য।
তবে নির্বাচনের পর ৯০ দিনের সময়সীমার মধ্যে শপথ নেন নি মির্জা ফখরুল। এ কারণে নিয়ম অনুযায়ী বগুড়া-৬ আসনকে শূন্য ঘোষণা করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সেই ধারাবাহিকতায় শূন্য ঘোষণা হওয়া বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক টি জামান নিকেতাকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।