Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

টাঙ্গাইলে ইয়াবা কারবারিকে ৫ বছরের কারাদণ্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ মে ২০১৯, ০৮:৫১ PM
আপডেট: ১৯ মে ২০১৯, ০৮:৫১ PM

bdmorning Image Preview
প্রতিকী ছবি


টাঙ্গাইলে বানছু মিয়া (২৮) নামের এক ইয়াবা কারবারিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

রবিবার (১৯ মে) জেলা ও দায়রা জজ মো.শওকত আলী চৌধুরী এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত বানছু জেলা শহরের ভাল্লুককান্দি এলাকার আব্দুস সামাদের ছেলে।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) এস আকবার খান জানান, ২০১৭ সালের ২৩ জানুয়ারি ১০০ পিস ইয়াবাসহ বানছুকে গ্রেফতার করে টাঙ্গাইল সদর থানা পুলিশ। পরে ওই দিনই পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করে। শুনানি শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় রবিবার এ রায় দেন আদালত। রায় ঘোষণার পর বানছুকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview