আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিচার বিভাগ স্বাধীন। বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষা করার জন্য যা করতে হয় নির্বাহী বিভাগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সে ব্যাপারে সকল সহযোগিতা করবে।
শনিবার ঢাকায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ঢাকাস্থ কসবা থানা সমিতির ইফতার অনুষ্ঠান শেষে সাংবদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
বিচারাধীন কোন বিষয়ে সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে জারি করা বিজ্ঞপ্তি প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, ‘‘আমার মনে হয় না প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের বিচারপতিগণ আপনারা যে কাজটা করেন সেটাকে বন্ধ করার জন্য বলেছেন।’’
মন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বলেছেন যে, কোন বিচারাধীন মামলা সমন্ধে ব্যক্তিগত অভিমত দিয়ে কোন পত্র-পত্রিকায় রিপোর্ট করা যাবে না। ‘‘কিন্তু আপনারা জানেন যে, সব সময় যে সব মামলা চলছে, বিচারকার্য চলমান সেসব মামলায় যখন আপনারা রিপোর্ট করেন তখন কিন্তু আদালত কিছু বলেননি।’’
তিনি বলেন, সাব-জুডিস কথাটার অর্থ হচ্ছে, যে মামলাটা বিচারাধীন আছে কিন্তু কার্যক্রম এখনো শুরু হয়নি সেই মামলাগুলোর ব্যাপারে আপনারা যদি কথা না বলেন, তা হলে হয়কি বিজ্ঞ বিচারক বা বিচারপতিদের উপরে কোন চাপ পড়ে না এবং তাঁরা সুষ্ঠু বিচার করতে পারেন। সেজন্যই কিন্তু প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের বিচারপতিগণ এই কথাটা বলেছেন।
অনুষ্ঠানে তিনি বলেন, ৩০ শে ডিসেম্বরের নির্বাচনের আগে এবং পরে আমি উপলব্ধি করেছি কসবা- আখাউড়ার মানুষ আমাকে কত ভালো বাসেন। আমি তাঁদের এই ঋণ কোন দিন শোধ করতে পারবো না। বলেন, আপনাদের সঙ্গে আমার বন্ধন হচ্ছে ভালোবাসার। আমার অনুরোধ থাকবে আমাদের এই ভালোবাসার বন্ধনটা যেন কোন দিন নষ্ট না হয়।
সমিতির সভাপতি প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কসবা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূঁইয়া জীবনসহ সমিতির নেতৃবৃন্দ বক্তৃতা করেন।