Bootstrap Image Preview
ঢাকা, ৩০ শনিবার, আগষ্ট ২০২৫ | ১৫ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

২২ মুসল্লিকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন ধর্ম প্রতিমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ মে ২০১৯, ০৭:২৩ PM
আপডেট: ১৮ মে ২০১৯, ০৭:২৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নামাজরত অবস্থায় গতকাল শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের প্যান্ডেল ভেঙে পড়ার ঘটনায় আহতদের খোঁজ খবর নিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। 

শনিবার (১৮ মে) তাদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও পঙ্গু হাসপাতালে ছুটে যান তিনি।

ঢামেকে প্রায় ২ ঘণ্টা অবস্থানকালে তিনি গুরুতর আহত বরিশালের আফজাল হোসেনকে আইসিইউতে সুচিকিৎসা নিশ্চিত করেন। এছাড়া নগর পুলিশের বিশেষ শাখার (এসবি) এএসআই শরিফুল ইসলামকে (৩৬) পঙ্গু হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা নেন। এ সময় অন্যান্য রোগীদেরও খোঁজ নেন তিনি।

সেখান থেকে প্রতিমন্ত্রী এএসআই শরিফুল ইসলামকে দেখতে পঙ্গু হাসপাতালে ছুটে যান এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন। তিনি সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করেন। পরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ক্ষতিগ্রস্ত অস্থায়ী মঞ্চ এলাকা পরিদর্শন করেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, হতাহতের ঘটনা তদন্তে ইসলামিক ফাউন্ডেশনের সচিবের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী মঙ্গলবার (২১ মে) তদন্ত প্রতিবেদন উপস্থাপন করা হবে।

উল্লেখ্য, শুক্রবার ইফতারের কিছুক্ষণ পর রাজধানীতে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। এতে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের প্যান্ডেল ভেঙে পড়ে। এ সময় নামাজরত অবস্থায় শফিকুল ইসলাম (৩৬) নামে এক মুসল্লি মারা যান। এছাড়া আহত হন মোট ২২ জন। তাদের মধ্যে রফিউজ্জামান (২৪), মনিরুল ইসলাম (৩০), আব্দুল কুদ্দুস (৩৪), জানে আলম (২২), সাদিকুর রহমান (২৭), তারেক রহমান (৩৫), মাসুদ (২৬), জহিরুল ইসলাম (২৮), সজীব (২৫), আওয়াল (২৮), বিপ্লব (২৪) ও আমিন উল্লাহ (২৬) ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিহতের পরিবারকে নগদ ২৫ হাজার টাকা দেয়া হয়েছে।

 

Bootstrap Image Preview