Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শনিবার, আগষ্ট ২০২৫ | ১ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঝড়ে বাইতুল মোকাররমের প্যান্ডেল ভেঙে নিহত ১, আহত ১৫

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ মে ২০১৯, ০৮:৩৬ PM
আপডেট: ১৭ মে ২০১৯, ০৮:৪০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ঝড়ে রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ অংশের প্যান্ডেল ভেঙে নিহত হয়েছে ১ জন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। খবর পেয়ে তাদের উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। 

শুক্রবার (১৭ মে) ইফতারের পর হঠাৎ করেই রাজধানীর উপর দিয়ে ঘণ্টায় ৬৫ থেকে ৮০ কিলোমিটার বেগে বাতাস ও বজ্রসহ কালবৈশাখী বয়ে যায়।

নিহত ব্যক্তির নাম শফিকুল ইসলাম (৩৮)। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঝড়ে মসজিদের দক্ষিণ গেটের কাছে নামাজের প্যান্ডেল ভেঙে ১৪ জন আহত হন। এ সময় অনেকে ভেতরে আটকে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্যান্ডেলের ভেতরে আটকে পড়াদের বাইরে বের করে আনেন।

 

Bootstrap Image Preview