Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শনিবার, আগষ্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বায়োগ্যাস প্লান্টে পড়ে শিশুর মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ মে ২০১৯, ১২:০৯ PM
আপডেট: ১৫ মে ২০১৯, ১২:০৯ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


গাইবান্ধার গোবিন্দগঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসে বায়োগ্যাস প্লান্টে পড়ে দীপা নীতা মহন্ত (আড়াই বছর) এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ মে) বিকালে গোবিন্দগঞ্জের উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

সদ্য হাঁটা শেখা শিশু দীপা নীতার বাড়ি গাইবান্ধার পলাশবাড়ীর গিরিধারীপুর গ্রামে। দিপা ওই গ্রামের অখিল চন্দ্র মহন্তের মেয়ে।

নিহত শিশু দীপা নীতার নানা পল্লী চিকিৎসক শ্যামল দত্ত জানায়, মা প্রার্থণা রানীর সাথে তার বাড়ীতে বেড়াতে আসে দিপা। বিকেলে দীপা বাড়ির পাশে খেলা করছিলো। হঠাৎ করে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন বাড়ির পাশে বায়োগ্যাস প্লান্টের চৌবাচ্চায় তাকে পড়ে থাকতে দেখা যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

শিশু দিপার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গুমানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম রিপন জানান, দিপার মৃত্যুতে পরিবারে শোক নেমে এসেছে। মৃত্যুর ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে।

Bootstrap Image Preview