Bootstrap Image Preview
ঢাকা, ১৭ রবিবার, আগষ্ট ২০২৫ | ১ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের ভবিষ্যৎ অনিশ্চিত

মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫ মে ২০১৯, ১২:০৩ PM
আপডেট: ১৫ মে ২০১৯, ১২:০৩ PM

bdmorning Image Preview


মঙ্গলবার মালয়েশিয়া সময় দুপুর ২টা থেকে ৪টা পৰ্যন্ত বাংলাদেশের প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমেদ এমপি ও মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তান-সেরি মহিউদ্দিন ইয়াসিন এবং মানবসম্পদ মন্ত্রী কুলাসেগারেনের সঙ্গে বৈঠক করেছেন।

রাতে মালয়েশিয়ায় অবস্থানরত সাংবাদিকদের সাথে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন,  আগামী ২৯ অথবা ৩০ মে ফের দু’দেশের মধ্যে ওয়ার্কিং কমিটির বৈঠক হবার কথা রয়েছে।

মালয়েশিয়া সরকারের সঙ্গে সফল আলোচনা হয়েছে বলে দাবি করেন প্রতিমন্ত্রী  ইমরান আহমেদ। শিগগিরই শ্রম বাজার উন্মুক্তসহ প্রবাসীদের সমস্যা সমাধানের বিষয়ে সিদ্ধান্তে আসতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সূত্র জানায়, মালয়েশিয়া সরকার বিদেশীকর্মীদের জন্য শ্রমবাজার উন্মুক্তের করার বিষয়টি সংসদীয় নীতিমালা অনুসরণ করে বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন। তবে কবে নাগাদ বিদেশীকর্মীদের জন্য শ্রমবাজার উম্মুক্ত হবে সেটি নিশ্চিত করে জানা যায়নি।

অন্যদিকে অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে মালয়েশিয়া সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে জানা যায়, মালয়েশিয়া সরকার সাধারণ ক্ষমা গোষণা করে দীর্ঘ দিন অবৈধ শ্রমিকদের বৈধকরণ প্রক্রিয়া অব্যহত রাখার পরেও যারা সে সুযোগ গ্রহণ করেনি তাদের পুনরায় কোনো সুযোগ দেওয়া হবে কিনা সেটি অনিশ্চিত।

তবে অবৈধ বাংলাদেশী শ্রমিকদের মানবেতর জীবন ও তাদের বৈধতার ব্যাপারে কি পদক্ষেপ নেয়া হতে পারে এই বিষয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কোনো প্রকার  সদুত্তর দিতে পারেনি প্রতিমন্ত্রী ইমরান আহমেদ।

Bootstrap Image Preview