Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শনিবার, আগষ্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক

নারী ডেস্ক
প্রকাশিত: ১৪ মে ২০১৯, ০৪:১৪ PM
আপডেট: ১৪ মে ২০১৯, ০৪:১৪ PM

bdmorning Image Preview


বাঁশখালীতে ১২ বছর বয়সী এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি মাদরাসা শিক্ষক মো. ফয়জুল্লাহকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (১৪ মে) ভোরে বাঁশখালীর মনকির চর এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান।

তিনি জানান, গত ২৪ এপ্রিল ওই মাদরাসা ছাত্রীকে ধর্ষণ করে মো. ফয়জুল্লাহ। পরে এ ঘটনায় থানায় মামলা দায়ের হলেও পলাতক ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা তাকে আটক করে।

মো. ফয়জুল্লাহকে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান মো. মাশকুর রহমান।

Bootstrap Image Preview