Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, আগষ্ট ২০২৫ | ১৪ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঈদের সপ্তাহখানেক আগে মহাসড়ক মেরামত শেষ করার নির্দেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ মে ২০১৯, ০২:৫৯ PM
আপডেট: ১৪ মে ২০১৯, ০২:৫৯ PM

bdmorning Image Preview


ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। ঈদের সময় রাস্তাগুলোতে যাত্রীদের বাড়তি চাপ থাকে। তাই ঘরমুখী মানুষের বাড়িফেরা আরামদায়ক করতে ঈদুল ফিতরের এক সপ্তাহ আগে মহাসড়কে সব ধরনের মেরামতকাজ শেষ করার নির্দেশ দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক নির্দেশনায় বলা হয়েছে, ঈদে নির্বিঘ্ন যাতায়াত ও যানজটমুক্ত করতে সাত দিন আগে মহাসড়ক মেরামতের কাজ সম্পন্ন করতে প্রধান প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, সব সড়ক জোন ও নির্বাহী প্রকৌশলীকে (সব সড়ক) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে ৩২ দফা নির্দেশনা দেয়া হয়েছে। গত ৯ মে মন্ত্রণালয়ের সড়ক ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব লিয়াকত আলী স্বাক্ষরিত নির্দেশনাসংশ্লিষ্ট সব প্রকৌশলীর কাছে পৌঁছে দেয়া হয়েছে।

এ ছাড়া জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক যানজটমুক্ত রাখতে হাইওয়ে পুলিশসহ সংশ্লিষ্ট সবাইকে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে। ঢাকার তিনটি প্রধান বাস টার্মিনালে যাতায়াত সচল রাখতে বিআরটিএ, মালিক ও শ্রমিকদের সমন্বয়ে ভিজিলেন্স টিম গঠন করার কথাও বলা হয়েছে ওই নির্দেশনায়।

Bootstrap Image Preview