Bootstrap Image Preview
ঢাকা, ১৭ রবিবার, আগষ্ট ২০২৫ | ২ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে: ডব্লিউএফপি

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ১৪ মে ২০১৯, ০২:২৯ PM
আপডেট: ১৪ মে ২০১৯, ০২:২৯ PM

bdmorning Image Preview


রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশ্ব খাদ্য কর্মসূচিসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশ্ব খাদ্য কর্মসূচি’র নির্বাহী পরিচালক ডেভিড এম বেসলে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনকে লেখা এক পত্রে তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশ্ব খাদ্য কর্মসূচিসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে।

সম্প্রতি লেখা এ পত্রে ডেভিড এম বেসলে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত শিশু ও মহিলাসহ ১০ লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশ আশ্রয় প্রদান ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকারের সাথে বিশ্ব খাদ্য কর্মসূচি কাজ করার সুযোগকে স্বাগত জানান।

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় উষ্ণ অভিনন্দন জানিয়ে নির্বাহী পরিচালক বলেন, জাতিসংঘে ড. মোমেনের বর্ণাঢ্য কর্মজীবন নিঃসন্দেহে এই ‘জটিল ইস্যু’ সমাধানে অবদান রাখবে। রোহিঙ্গা সমস্যাকে বাংলাদেশ সরকারের চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে ডেভিড এম বেসলে এ বিষয়ে সব ধরনের সহযোগিতারও আশ্বাস প্রদান করেন।

Bootstrap Image Preview