Bootstrap Image Preview
ঢাকা, ১৭ রবিবার, আগষ্ট ২০২৫ | ২ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

১৯ মে থেকে গণভবনে ধারাবাহিক ইফতার আয়োজন শুরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ মে ২০১৯, ১২:০০ PM
আপডেট: ১৪ মে ২০১৯, ১২:০০ PM

bdmorning Image Preview


পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে প্রতি বছরের মতো এবারও ইফতার করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী ১৯ মে রবিবার থেকে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তার সরকারি বাসভবন গণভবনে এই ইফতার মাহফিল শুরু হবে। সোমবার গণভবন সূত্রে এ তথ্য জানা যায়। অন্যান্য বছর প্রথম রোজা থেকেই এই আয়োজন শুরু হয়। তবে চলতি বছর প্রধানমন্ত্রী লন্ডন সফরে থাকায় এই ইফতার আয়োজনের তারিখ পিছিয়েছে।

এদিকে এই ইফতার আয়োজন সফলভাবে সম্পন্ন করতে সোমবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে একটি সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্রে জানা যায়, প্রতি বছরের মতো এবার প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে প্রথম ইফতার করবেন আগামী ১৯ মে, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এতিম ও দুস্থ শিশুদের সঙ্গে। দ্বিতীয় ইফতার করবেন আগামী ২১ মে, পেশাজীবী নেতৃবৃন্দের সঙ্গে। তৃতীয় ইফতার করবেন ২৩ মে, বিচারপতি, দূতাবাসের কর্মকর্তা এবং সামরিক ও বেসামরিক আমলাদের সঙ্গে। চতুর্থ ইফতারটি করবেন রাজনীতিবিদদের সঙ্গে, আগামী ২৫ মে।

বৈঠকে আওয়ামী লীগের নেতাদের মধ্যে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল, উপদপ্তর সম্পাদক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণভবনের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview