Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, আগষ্ট ২০২৫ | ১৩ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফেনীর নতুন এসপি মনিরুজ্জামান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ মে ২০১৯, ১২:৩৬ PM
আপডেট: ১৩ মে ২০১৯, ১২:৩৬ PM

bdmorning Image Preview


মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ফেনী জেলার পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলম সরকারকে প্রত্যাহার করে নতুন এসপি নিয়োগ করেছে প্রশাসন।

রোববার (১২ মে) রাতে ফেনীর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কাজী মনিরুজ্জামান। পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত এ কর্মকর্তা ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

কাজী মনিরুজ্জামান বলেন, গত নভেম্বরে আমি এসপি হিসেবে পদোন্নতি পেয়েছি। এখন এখানে এসপি হিসেবে পোস্টিং পেয়ে দায়িত্ব গ্রহণ করেছি। খুব শিগগির মিট দ্য প্রেস করব।

এর আগে কাজী মনিরুজ্জামান র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্রাইম প্রিহেনসিভ কোম্পানি কমান্ডারের দায়িত্ব পালন করেন।

ঝিনাইদহের গোবিনাথপুরে ১৯৭৬ সালের ৩০ জুন জন্ম নেওয়া কাজী মনিরুজ্জামান ২৫তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ২০০৬ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।

ফেনী জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলম সরকারকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তর সংযুক্ত করা হয়েছে।

Bootstrap Image Preview