Bootstrap Image Preview
ঢাকা, ১৭ রবিবার, আগষ্ট ২০২৫ | ২ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মঠবাড়িয়ায় ব্রিজ ভেঙ্গে বালুবোঝাই ট্রলি খালে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ মে ২০১৯, ০৪:১০ PM
আপডেট: ১২ মে ২০১৯, ০৪:১০ PM

bdmorning Image Preview


বালুভর্তি ট্রলিসহ পিরোজপুরের মঠবাড়িইয়ায় ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে।

রোববার বেলা ১১টার দিকে কবুতরখালী-সাপলেজা আঞ্চলিক সড়কে বটতলা ব্রিজে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও মঠবাড়িয়া ও গুলিসাখালীতে আসা-যাওয়ার পাঁচ গ্রামের লোকজনের যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন তালুকদার জানান, বেলা ১১টার দিকে একটি বালুবোঝাই ট্রলি উঠলে ব্রিজটি ভেঙে খালে পড়ে যায়।

২০০৭ সালে এ ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। ব্রিজের নিচের ভিম মরিচা পড়ে দুর্বল হয়ে যাওয়ার কারণে অতিসহজেই ব্রিজটি ভেঙে যায়।

উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার জানান, জনস্বার্থে উপজেলা পরিষদের তহবিল থেকে খুব দ্রুত সময়ে ব্রিজটি মেরামত করে দেয়া হবে।

Bootstrap Image Preview