Bootstrap Image Preview
ঢাকা, ১৭ রবিবার, আগষ্ট ২০২৫ | ২ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভাড়া করা নেতাদের নিয়ে দল প্রতিষ্ঠা করেছিল বিএনপি: তথ্যমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ মে ২০১৯, ০৩:৪১ PM
আপডেট: ১১ মে ২০১৯, ০৩:৪১ PM

bdmorning Image Preview


বিএনপিতে কোনো আদর্শ নেই। তারা ক্ষমতার উচ্ছিষ্ট, ভাড়া করা নেতাদের নিয়ে দল প্রতিষ্ঠা করেছিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (১১ মে) নগরের কাজীরদেউড়ীতে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ঐক্যফ্রন্টে ঐক্য নেই। ঐক্যফ্রন্টও ভেঙে যাচ্ছে। আওয়ামী লীগ থেকে অনুপ্রবেশকারী, সুবিধাবাদীদের বের করে দিতে হবে। এ প্রক্রিয়া শুরু করতে হবে। সংগঠনে আদর্শের চর্চা করতে হবে। অমুক ভাইয়ের কর্মী, অমুক ভাই এগিয়ে যান, পিছিয়ে যান এসব হলে সংগঠন পিছিয়ে যায়। আওয়ামী লীগের নেতাকর্মীদের ডিজিটাল ডাটাবেজ তৈরির কাজ শুরু হয়েছে।

Bootstrap Image Preview