Bootstrap Image Preview
ঢাকা, ১১ রবিবার, মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সুনামগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ২ 

হাবিব সরোয়ার আজাদ, সিলেট প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ মে ২০১৯, ০৫:২৮ PM
আপডেট: ১০ মে ২০১৯, ০৫:২৮ PM

bdmorning Image Preview


সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। 

বৃহস্পতিবার (৯ মে) সন্ধ্যায় ইয়াবা বিক্রয়কালে তাদের আটক করা হয়।

আটকৃতরা হল, উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ভাদেরটেক গ্রামের আবু তাহের মিযার ছেলে সেলিম মিয়া ও একই গ্রামের খোরশেদ মিয়ার ছেলে মনির হোসেন। 

জানা গেছে, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি টহল দল বিশ্বম্ভরপুরের ভাদেরটেক এলাকায় সড়কের উপর বৃহস্পতিবার সন্ধ্যায় ইয়াবা বিক্রয়কালে সেলিম ও মনিরকে আটক করা হয়। 

পরবর্তীতে তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, তিনটি মোবাইল ফোন সেট ও ইয়াবা বিক্রয়ের নগদ ৭ হাজার ৪৮০ টাকা জব্দ করা হয়েছে।  

র‌্যাব-৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো.মনিরুজ্জামান জানান, আটকৃতদের ইয়াবা, মোবাইল ফোন সেট জব্দকৃত নগদ টাকাসহ বৃহস্পতিবার রাতেই বিশ্বম্ভরপুর থানায় সোপর্দ করার পর একটি মামলা দায়ের করা হয়েছে। 

Bootstrap Image Preview