Bootstrap Image Preview
ঢাকা, ১৮ সোমবার, আগষ্ট ২০২৫ | ৩ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সুনামগঞ্জে ১৪৫ পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন পরিকল্পনামন্ত্রী

হাবিব সরোয়ার আজাদ
প্রকাশিত: ১০ মে ২০১৯, ০৩:৫৫ PM
আপডেট: ১০ মে ২০১৯, ০৩:৫৫ PM

bdmorning Image Preview


পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জের হতদরিদ্র ১৪৫ পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন।

শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে এফআইভিডিবি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ-২ এর আওতায় ‘যার জমি আছে ঘর নেই, তার নিজ জমিতে নির্মিত ঘরের চাবি হস্তান্তর করেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি।
 
এর পূর্বে পরিকল্পনামন্ত্রী দক্ষিণ সুনামগঞ্জের জয়কলস ইউনিয়নের জয়কলস গ্রামে উপকারভোগী রবীন্দ্র বিশ্বাসের হাতে চাবি তুলে দিয়ে নতুন ঘর উদ্বোধন করেন।

চাবি হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সফিউল আলম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান  ফারুক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ, ভাইস চেয়ারম্যান নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুবিধাভোগী পরিবারের সদস্যবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্ল্যেখ যে, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সরকার হতে হত-দরিদ্রদের এসব আধাপাঁকা ঘর তৈরি করে দেওয়া হয়।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় বরাদ্দপ্রাপ্ত ১৬২টি ঘরের মধ্যে শুক্রবার ১৪৫টি পরিবারের মধ্যে প্রকল্পের আওতায় নতুন ঘরের চাবি হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি করে পাঁচ সদস্যের প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে এসব ঘর নির্মাণ করা হয়েছে। অবশিষ্ট ১৭টি ঘরের কাজ দ্রত শেষ করে উপকারভোগীদের নিকট হস্তান্তর করা হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার।

Bootstrap Image Preview