Bootstrap Image Preview
ঢাকা, ১৮ সোমবার, আগষ্ট ২০২৫ | ৩ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়িত না হলে স্বাধীনতা অর্থবহ হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ মে ২০১৯, ০৭:৪৫ PM
আপডেট: ০৯ মে ২০১৯, ০৭:৪৫ PM

bdmorning Image Preview


মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক এমপি বলেছেন, মুক্তিযুদ্ধের লক্ষ্যসমূহ বাস্তবায়িত না হলে স্বাধীনতা অর্থবহ হবে না। দেশের মানুষের অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক মুক্তি একসাথে অর্জিত হলেই কেবল মহান মুক্তিযুদ্ধের উদ্দেশ্য বাস্তবায়িত হবে।

তিনি বলেন, জাতির পিতার সুযোগ্য উত্তরাধিকার প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও লক্ষ্য সফলভাবে বাস্তবায়ন করে চলছে। সরকারের এ কর্মপ্রয়াসে সবাইকে এগিয়ে আসতে হবে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আজ ৯ মে বৃহস্পতিবার সকাল ১১ টায় ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকায় স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, স্বাধীনতা শুধু নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের সফলতার পরিণাম নয়, জাতির পিতা ২৪ বছর যাবত পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে সংগ্রাম করে স্বাধীনতার ক্ষেত্র প্রস্তুত করেছেন। পাকিস্তানিদের সকল প্রকার শোষণ, বৈষম্য ও অন্যায়ের প্রতিবাদের চূড়ান্ত পরিণতি আমাদের স্বাধীনতা।

মন্ত্রী বলেন, ডেফোডিল ইউনিভার্সিটি মুক্তিযোদ্ধার সন্তানদের বৃত্তি প্রদানের মাধ্যমে বিনামূল্যে শিক্ষা লাভ করার সুযোগ দিয়ে প্রশংসনীয় কাজ করে যাচ্ছে। দেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেও অনুরূপ কল্যাণকর উদ্যোগ বাস্তবায়নের করা প্রয়োজন।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মাঝে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা সমুন্নত রাখতে এ ধরণের অনুষ্ঠান বেশি করে আয়োজন করতে হবে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ইউসুফ মাহবুবুল ইসলাম, উপ উপাচার্য অধ্যাপক ড এস এম মাহবুব উল হক মজুমদার, কোষাধ্যক্ষ হামিদুল হক খান, এলাইড হেলথ সাইন্সেস বিভাগের ডিন বীরমুক্তিযোদ্ধা প্রফেসর ড. আহমেদ ইসমাইল মোস্তফা, ইংরেজি বিভাগের এসোসিয়েট প্রফেসর বীরমুক্তিযোদ্ধা মোঃ শামসুল হক, বীরমুক্তিযোদ্ধার সন্তান মো মাহমুদুল হাসান প্রমুখ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান, মুক্তিযোদ্ধা শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পর মুক্তিযুদ্ধ ভিত্তিক সংগীত ও নৃত্যনাট্য পরিবেশন করা হয়।

Bootstrap Image Preview