Bootstrap Image Preview
ঢাকা, ১৮ সোমবার, আগষ্ট ২০২৫ | ৩ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রশাসন প্রধানমন্ত্রীর কথা ছাড়া আর কারো কথা শুনে না: মেনন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ মে ২০১৯, ০৩:৩৬ PM
আপডেট: ০৯ মে ২০১৯, ০৫:০৫ PM

bdmorning Image Preview


প্রশাসন প্রধানমন্ত্রীর কথা ছাড়া আর কারো কথা শুনে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন এমপি।

আজ বৃহস্পরিবার রাজধানীর গুলশানে এক্সপেক্ট্রা কনভেনশন সেন্টারে 'প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক বাজেট আলোচনা' সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের প্রতিবন্ধিদের সংখ্যা কত তার সঠিক কোনো পরিসংখ্যান নেই। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক (বিবিএস) এর তথ্য মতে বাংলাদেশে প্রতিবন্ধিদের সংখ্যা ১৫%। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডাব্লিউআইচও) আর পরিসংখ্যান মতে এ সংখ্যা ১৭%। সঠিক কোনো পরিসংখ্যান না থাকায় অনেক ক্ষেত্রে বিভিন্ন ব্যবস্থা নেওয়া সম্ভব হয়ে উঠে না। তাই বিভিন্ন এনজিওকে সম্পৃক্ত করে সঠিক পরিসংখ্যান তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, কোথাও জরিপ কাজ শুরু হলে টাউট বাটপাররা আকড়ে ধরে। কারণ এর সাথে সরকারি অনুদানের একটা বিষয় থাকে। এ ক্ষেত্রে জরিপের সময় এ বিষয়গুলোতে বিশেষ খেয়াল রাখতে হবে যাতে তারা এটিকে প্রভাবিত করতে না পারে।

মেনন আরও বলেন, প্রতিবন্ধী বলতে কি বোঝায়? আর সঠিক কোনো সংজ্ঞা নেই আর এখন সঠিক সংজ্ঞায়নই প্রয়োজন।

তিনি বলেন, প্রশাসন প্রধানমন্ত্রীর কথা ছাড়া আর কারো কথা শুনে না এটা খুবই খারাপ। বিশেষ করে সচিবরা। তারা কোনো কাজ করতে চায়না তাদের ডেকেও মিটিং-এ আনা কষ্টকর।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিকল্পনামন্ত্রী আম এ মান্নান, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন এক্সসেস বাংলাদেশের চেয়ারম্যান সি এম তোফায়েল সামি।

Bootstrap Image Preview