Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ৩ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মিরপুরে স্টাফ কোয়ার্টার মাঠে বাসচাপায় শিশু নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ মে ২০১৯, ১০:৫২ AM
আপডেট: ০৯ মে ২০১৯, ১০:৫২ AM

bdmorning Image Preview
সংগৃহীত


রাজধানীর মিরপু‌রের পাইকপাড়া স্টাফ কোয়ার্টার এলাকায় বাসচাপায় আ‌লিফ না‌মের এক শিশু নিহত হয়েছে। বুধবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুর সদর উপজেলার পোশাক শ্রমিক শাহিন মিয়ার ছেলে নিহত আ‌লিফ। সে পরিবারের সঙ্গে মিরপুর পাইকপাড়া স্টাফ কোয়ার্টার এলাকায় থাকতো। ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহতের পরিবার জানিয়েছে, বাসার সামনে রাস্তার পাশে একটি মাঠে খেলা করছিল আলিফ। এসময় মাঠে বাস চালানোর প্রশিক্ষণ দেয়া হচ্ছিল। হঠাৎ বাসটি আলিফকে চাপা দেয়। পরে দ্রুত তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিরপুর মডেল থানার ওসি দাদন ফকির জানান, ঘটনার পরপরই এলাকাবাসী ঘাতক বাসটি আটক করেছে। তবে এর চালক পালিয়ে গেছে।

তবে বাসের চালক বাসটি চালাচ্ছিল না অন্য কেউ চালাচ্ছিল সে বিষয়ে বিস্তারিত এখনও কিছু জানা যায়নি বলে ওসি জানান।

Bootstrap Image Preview