Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, আগষ্ট ২০২৫ | ১২ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইয়াঙ্গুনে দুর্ঘটনাকবলিত বিমানের যাত্রীদের তথ্য জানতে হেল্প লাইন চালু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ মে ২০১৯, ১০:৩৬ AM
আপডেট: ০৯ মে ২০১৯, ১০:৩৬ AM

bdmorning Image Preview


মিয়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুর্ঘটনাকবলিত বিমানের যাত্রীদের সম্পর্কে তথ্য জানতে হেল্প লাইন চালু করা হয়েছে। ফ্লাইটের যাত্রীদের স্বজনরা জরুরি ভিত্তিতে যোগাযোগের জন্য +৮৮০২৮৯০১৫৩০ নম্বরে কল করে তথ্য পাবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ এ তথ্য নিশ্চিত করেছেন। তবে গণমাধ্যম ও অন্যদের এ নম্বরে কল না করতে অনুরোধ জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২২ মিনিটে মিয়ানমারের ইয়াঙ্গুনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে। ছিটকে পড়ার পর বিমানটি তিন খণ্ড হয়ে যায়।

এতে বিমানটির পাইলটসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার সময় মোট ৩৩ জন ক্রু ও যাত্রী বিমানে ছিলেন। দুর্ঘটনার পর বিমানবন্দরটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

Bootstrap Image Preview