Bootstrap Image Preview
ঢাকা, ২০ বুধবার, আগষ্ট ২০২৫ | ৫ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আমাদের জন্য রোজা খুবই গুরুত্বপূর্ণ: মাশরাফি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭ মে ২০১৯, ০২:১৩ PM
আপডেট: ০৭ মে ২০১৯, ০২:১৩ PM

bdmorning Image Preview


ত্রিদেশীয় সিরিজ খেলতে বর্তমানে আয়ারল্যান্ডে অবস্থান করছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বিশ্বের অন্যান্য দেশের মতো সেখানেও পবিত্র মাহে রমজান শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই রোজার উপবাস নিয়ে খেলার মধ্যে থাকতে হবে টাইগারদের। তবে ১৭ ঘণ্টা রোজা রেখে কীভাবে খেলবেন মাশরাফিরা?

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করার আগে বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মুর্তজা বলেন, খেলার দিন অনেক ক্রিকেটার রোজা রাখবেন না। তবে এদিন দলের মুসলিম ক্রিকেটারেরা তা না রাখলেও অন্যান্য দিন রাখবেন। রোজা রেখেই চলবে কঠোর অনুশীলন।

তিনি আরো বলেন, আমরা মুসলিম, আমাদের জন্য রোজা খুবই গুরুত্বপূর্ণ। সবাই রোজা থাকবেন। খেলার দিন হয়তো কেউ থাকতে পারবেন না।

ইউরোপে রোজায় উপোষ করতে হয় উপমহাদেশের চেয়েও অনেক বেশি সময়- এ কথা উল্লেখ করে মাশরাফি বলেন, ১৭-১৮ ঘণ্টা রোজা রেখে খেলা খুব কঠিন। অন্যান্য দিনে সবাই রোজা রাখবেন ইনশাআল্লাহ্‌।

জানা গেছে, আজ মঙ্গলবার বিকাল ৩টা ৪৫ মিনিটে ডাবলিনের ক্লোনটার্ফ মাঠে বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচ অনুষ্ঠিত হবে। দুই দলের লড়াই শুরু হবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও বিটিভি।

Bootstrap Image Preview