Bootstrap Image Preview
ঢাকা, ২৭ বুধবার, আগষ্ট ২০২৫ | ১২ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ৩৮ কোটি টাকার ফসলের ক্ষতি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ মে ২০১৯, ০১:৩৬ PM
আপডেট: ০৭ মে ২০১৯, ০১:৩৬ PM

bdmorning Image Preview


ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে দেশের ৩৫ জেলার প্রায় ৬৩ হাজার হেক্টর ফসলি জমি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। যার আর্থিক মূল্য ৩৮ কোটি ৫৪ লাখ দুই হাজার ৫০০ টাকা। এসব ফসলের মধ্যে ধান, ভুট্টা, সবজি, পাট ও পান রয়েছে।

মঙ্গলবার (৭ মে) সকালে সচিবালয়ে অনুষ্ঠিত ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ফসলের ক্ষয়ক্ষতি সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।

ঘূর্ণিঝড় ফণী ভারতের ওড়িশা, পশ্চিমবঙ্গ হয়ে গত ৪ মে সকালে কিছুটা দুর্বল অবস্থায় খুলনা-সাতক্ষীরা অঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। ঢাকা-ফরিদপুর অঞ্চল পেরিয়ে সন্ধ্যা নাগাদ এটি লঘুচাপে পরিণত হয়।

ফণী ধেয়ে আসার প্রেক্ষিতে গত ২ মে সকাল থেকে পায়রা ও মংলা সমুদ্রবন্দরে ৭ নম্বর ও চট্টগ্রাম বন্দরে ৬ নম্বর বিপদ সংকেত এবং কক্সবাজার সমুদ্রবন্দরে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছিল।

অপরদিকে, ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ফনীর প্রভাবে প্রায় ২২ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। গবাদি পশু মারা গেছে ১৭৫টি। প্লাবিত গ্রামের মোট সংথ্যা ৫৯টি, এর মধ্যে কক্সবাজারের ২৩টি গ্রাম প্লাবিত হয়েছে। ঘূর্ণিঝড় দুর্গত এলাকার চার হাজার ৭১টি আশ্রয় কেন্দ্রে ১৬ লাখ ৬৬ হাজার ৪৩ জন আশ্রয় নিয়েছিল।

Bootstrap Image Preview