Bootstrap Image Preview
ঢাকা, ২০ বুধবার, আগষ্ট ২০২৫ | ৫ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আত্মসমর্পণকারীদের স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ মে ২০১৯, ০৩:৫৩ PM
আপডেট: ০৬ মে ২০১৯, ০৩:৫৩ PM

bdmorning Image Preview


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, সরকারের আহ্বানে সাড়া দিয়ে যেসব মাদক কারবারি আত্মসমর্পণ করবেন তাদের স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হবে, যারা করবেন না তাদের জন্য থাকবে কঠোর ব্যবস্থা।

সোমবার বেলা ১২টায় চুয়াডাঙ্গা ৬ বিজিবির সদর দপ্তরে মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে বক্তৃতা শেষে সাংবাদিকদের কাছে তিনি এমন মন্তব্য করেন। 

মন্ত্রী আরো বলেন, শ্রীলঙ্কাতে সিরিজ বোমা হামলার পর বাংলাদেশ সরকার জঙ্গি হামলার বিষয়ে সতর্ক রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে কাজ করছে। অতীতে আমরা জঙ্গি দমনে সফল হয়েছি। বাংলাদেশের জনগণ এসব জঙ্গিকে আশ্রয় দেয় না। 

মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান ছাড়াও উপস্থিত ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম (এনডিসি, পিএসসি), দক্ষিণ-পশ্চিম রিজিওনের অতিরিক্ত মহাপরিচালক আইনুল মোর্শেদ খাঁন পাঠান, খুলনা সেক্টর কমান্ডের উপমহাপরিচালক আরশাদুজ্জামান, চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা ২ আসনের সাংদ আলী আজগর টগর ও চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক ইমাম হাসান। 

অনুষ্ঠান শেষে ২০১৭ সালের ৩০ এপ্রিল থেকে চলতি বছরের ১২ এপ্রিল পর্যন্ত বিজিবির হাতে আটক হওয়া ভারতীয় বিভিন্ন প্রকারের ২১ হাজার ৩২ বোতল মদ, ১ লাখ ৫৪ হাজার ৪০৯ বোতল ফেনসিডিল, ১১৫৫ কেজি গাঁজা, ২ কেজি ৪৯৪ গ্রাম হেরোইন, ১৯ হাজার ৮০১ পিস ইয়াবা, ২ লাখ ৮৪ হাজার ৭৬৬ পিস নেশা জাতীয় ট্যাবলেট, ৪৪ হাজার ৫৮৩ প্যাকেট পাতার বিড়ি, ৫০০ কেজি ডলোমাইন পাউডার, ২৯ কেজি কার্বাইড, ৪ হাজার ৬২০টি নেশা জাতীয় ইনজেকশন ও ৪ কেজি জট তামাক ধ্বংস করা হয়। 

Bootstrap Image Preview