Bootstrap Image Preview
ঢাকা, ০৪ সোমবার, আগষ্ট ২০২৫ | ১৯ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিদেশের কেন্দ্রেগুলোতে কমেছে পাসের হার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ মে ২০১৯, ০৩:১৮ PM
আপডেট: ০৬ মে ২০১৯, ০৩:১৮ PM

bdmorning Image Preview


মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় বিদেশের কেন্দ্রগুলোতে অংশ নেয়া পরীক্ষার্থীদের মধ্যে ৯১ দশমিক ৯৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

এবার বিদেশের আটটি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থী অংশ নেয় ৪২৩ জন। এদের মধ্যে ৩৮৯ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৫৬ জন।

সোমবার বেলা ১১টার দিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করেন। এ সময় তিনি পরীক্ষার ফলের বিভিন্ন দিক তুলে ধরেন।

গত বছর বিদেশের কেন্দ্রে ৯৩ দশমিক ৭৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল, জিপিএ-৫ পেয়েছিল ৯০ জন।

সেই হিসাবে বিদেশের কেন্দ্রগুলোতেও এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা কমেছে।

প্রসঙ্গত দেশের ভেতরে অনুষ্ঠিত মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ৮২ দশমিক ২০ শতাংশ। এর মধ্যে এসএসসিতে ৮২ দশমিক ৮০ শতাংশ, মাদ্রাসায় ৮৩ দশমিক শূন্য ৩ ও কারিগরিতে ৭২ দশমিক ২৪ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৫ হাজার ৫৯৪ জন।

Bootstrap Image Preview