Bootstrap Image Preview
ঢাকা, ২০ বুধবার, আগষ্ট ২০২৫ | ৫ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পবিত্র হজ সফল করতে সকলের সহযোগিতা কামনা ধর্ম প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ মে ২০১৯, ০৩:৩৪ PM
আপডেট: ০৪ মে ২০১৯, ০৩:৩৪ PM

bdmorning Image Preview


পবিত্র হজ সফল করতে সাংবাদিকসহ সকল শ্রেণির পেশার প্রতিনিধিদের সহযোগিতা কামনা করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

আজ শনিবার (৪ মে) জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ও ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ) এর প্রতিষ্ঠাতা শেখ শওকত হোসেন নিলু’র দ্বিতীয় মৃত্যু বার্ষিকীর স্মরণ সভায় তিনি এ সহযোগিতা কামনা করেন।

এ সভার আয়োজন করে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)। এতে সভাপতিত্ব করেন পার্টি ও ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ) সভাপতি শেখ সালাউদ্দিন সালু।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাজিদের চোখের পানি সহ্য করতে পারেন না। তাই এবার কোন হজযাত্রী যেন কষ্ট না পায় সে লক্ষে কাজ করে যাচ্ছে ধর্ম মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় হজযাত্রী প্রতি ১০ হাজার টাকার বেশি বিমান ভাড়া কমানো হয়েছে। এ হিসেবে ১ লক্ষ ২৭ হাজার ১শ ৯৮ জন হজযাত্রীর ব্যয় কমেছে এক’শ ২৭ কোটি টাকার বেশি।

মন্ত্রী আরও জানান, প্রাক-নিবন্ধন ও নিবন্ধন তথা টোটাল হজ অটোমেশন প্রক্রিয়ায় গত বছরের তুলনায় প্রায় ৩ কোটি টাকা খরচ কমানো সম্ভব হয়েছে।

Bootstrap Image Preview