Bootstrap Image Preview
ঢাকা, ২৭ বুধবার, আগষ্ট ২০২৫ | ১১ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিদ্যুতহীন ফেনীর ৬ উপজেলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ মে ২০১৯, ১১:০৯ AM
আপডেট: ০৪ মে ২০১৯, ১১:০৯ AM

bdmorning Image Preview


ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে ফেনীতে তীব্র গতিবেগে বাতাস বইছে। ঘণ্টায় ৪০ নটিকেল মাইল গতির বাতাসের সঙ্গে রয়েছে ব্যাপক বৃষ্টি।

আর প্রাকৃতিক দুর্যোগের কারণে জেলার বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি ও তার ক্ষতিগ্রস্থ হয়ে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন থাকার খবর পাওয়া গেছে।

ফেনী পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম (টেকনিক্যাল অফিসার) আবদুল জলিল জানান, বাতাসের তীব্র গতিবেগ থাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শনিবার (০৪ মে) সকাল ৬টা থেকে বিদ্যুৎসংযোগ বন্ধ রাখা হয়েছে। অবস্থার উন্নতি হলে সংযোগ স্বাভাবিক হবে বলে তিনি জানান।

এদিকে ঝড়ো হাওয়ার কারণে উৎকণ্ঠায় রয়েছেন সোনাগাজী উপকূলের মানুষ। আশ্রয় কেন্দ্রগুলোতে নিরাপদে আশ্রয় নিয়েছেন পরিবার পরিজন নিয়ে।

ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান বলেন, সম্ভাব্য ক্ষতি এড়াতে ১৫শ’ স্বেচ্ছাসেবক তৈরি রয়েছেন। আশ্রয় কেন্দ্রগুলোতে দেওয়া হয়েছে শুকনো খাবার। মাঠে রয়েছে ৭৮টি মেডিকেল ও উদ্ধার টিম।

Bootstrap Image Preview