ঘূর্ণিঝড় ‘ফণী’ তান্ডব থেকে মানুষকে বাঁচানোর জন্য নেওয়া হচ্ছে একের পর এক পদক্ষেপ। এবার ফণী পরবর্তী সময়ে স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগে মোট ২ হাজার ৩৬২টি মেডিকেল টিম ও স্থানীয় পর্যায়ের অ্যাম্বুলেন্সগুসমূহ প্রস্তুত রাখা হয়েছে।
শুক্রবার (৩ মে) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ঘূর্ণিঝড় ফণী চলাকালীন ও পরবর্তী স্বাস্থ্যসেবার প্রস্তুতি পর্যালোচনা করে এসব প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
রাতে এক সংবাদ বিজ্ঞপিতে জানানো হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরে সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। ফোন নম্বর ০২-৯৮৫৫৯৩৩/ ০১৭৫৯-১১৪৪৮৮।
এতে বলা হয়, মাঠ পর্যায়ে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সামগ্রীর সরবরাহ নিশ্চিত করা হয়েছে। ঘূর্ণিঝড় সংক্রান্ত পরিস্থিতি মোকাবেলার জন্য গাইড লাইন প্রেরণ করা হয়েছে। তাৎক্ষণিক মোবাইল ফোনে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ নেয়ার জন্য জনগণকে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ কল সেন্টার স্বাস্থ্য বাতায়নে ১৬২৬৩ নম্বরে ফোন করার পরামর্শ দেয়া হয়েছে।