Bootstrap Image Preview
ঢাকা, ২০ বুধবার, আগষ্ট ২০২৫ | ৫ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘ফণী’ নিয়ে যা বললেন জয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ মে ২০১৯, ১০:১৭ AM
আপডেট: ০৪ মে ২০১৯, ১০:১৭ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ঘূর্ণিঝড় ফণী নিয়ে আতঙ্কিত এখন সারা দেশের মানুষ। এই দুর্যোগ মোকাবিলায় এদেশ কতটা প্রস্তুত তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। এসব প্রশ্নেরই উত্তর দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

শুক্রবার রাতে তিনি নিজের ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে লিখেছেন, ‘ধেয়ে আসছে ফণী, প্রস্তুত বাংলাদেশ।’

ফণী মোকাবিলায় বাংলাদেশ সরকারের পদক্ষেপগুলো উল্লেখ করে তিনি লিখেছেন, ‘দেশের ১৯ উপকূলীয় জেলায় ৫৬ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত। উপকূলীয় ১৯ জেলার মোট ৩,৮৬৮টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত, দেশের উপকূলীয় ১৯ জেলায় খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ, সকল জেলা প্রশাসকদের ২০০ মেট্রিক টন চাল, ৪১ হাজার প্যাকেট শুকনো খাবার ও পাঁচ লাখ করে টাকা দেয়া হয়েছে।’

তিনি আরো লেখেন, ‘ঘূর্ণিঝড় ফণীর আঘাতের শঙ্কায় সারাদেশে নৌ-চলাচল বন্ধ, প্রস্তুত নৌবাহিনীর ৩২টি জাহাজ, দুর্যোগ চলাকালীন বা পরবর্তী সময়ে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী, ফণীর পরিস্থিতি মোকাবিলায় বিআইডাব্লিউটিএসহ সকল সরকারী কর্মকর্তা-কর্মচারীর সাপ্তাহিক ছুটি বাতিল।’

সর্বশেষ তিনি লেখেন, ‘সতর্ক থাকুন, সঠিক তথ্য দিয়ে সহায়তা করুন।’

Bootstrap Image Preview