Bootstrap Image Preview
ঢাকা, ২৭ বুধবার, আগষ্ট ২০২৫ | ১১ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে বরগুনায় নিহত ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ মে ২০১৯, ০৯:১৬ AM
আপডেট: ০৪ মে ২০১৯, ০৯:১৬ AM

bdmorning Image Preview


ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে ঝড়ে বরগুনায় ২ জন নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নুরজাহান (৬০) ও তার নাতি জাহিদুর (৯)। জাহিদুর বাঁধঘাট এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে।

বরগুনার পাথরঘাটা উপজেলায় চরদুয়ানি ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানি গ্রামের বাঁধঘাট এলাকায় প্রচণ্ড ঝড়ো বাতাসে কাঠের ঘর ভেঙে পড়লে দাদি ও নাতির মৃত্যু হয়।

স্থানীয়দের তথ্য মতে, ইব্রাহিম হোসেনের বাড়িটি কাঠের তৈরি ছিল। জাহিদুর বাড়ির একটি কক্ষে তার দাদি নুরজাহানের সঙ্গে ঘুমিয়েছিল। হঠাৎ ঝড়ো হাওয়ায় ঘরটি ভেঙে পড়লে জাহিদুর ও তার দাদির মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চরদুয়ানি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহিন মিয়া জানান, ঘূর্ণিঝড়ের ঝড়ো বাতাসে ইউনিয়নের আরও ৪০-৪৫টি ঘর উড়ে গেছে। এ ঘটনায় কতজন আহত হয়েছেন তা জানাতে পারেন নি শাহিন মিয়া।

Bootstrap Image Preview