'এক সময় বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা এরশাদ ভ্যাকেশন, খালেদা ভ্যাকেশন দেখেছি। তাদের ছাত্র সংগঠনগওলোর তাণ্ডবলীলা দেখেছি। কিন্তু ১০ বছরে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বাধীন সময়ে একদিনের জন্যও ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হয়নি'।
আজ(৩মে) দুপুরে অমর একুশে হল এলামনাই এসোসিয়েশন কর্তৃক আয়োজিত দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠানের আলোচনা সভায় পানি সম্পদ উপ মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম এই মন্তব্য করেন।
তিনি আরো বলেন, 'দেশের কোন বিশ্ববিদ্যালয়ে এখন আর এরশাদ ভ্যাকেশন, খালেদা ভ্যাকেশন হয়না। কারণ, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে সন্ত্রাস ও তাণ্ডবের কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠা করেননি। বরং সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে আমাদের কোন নেতা-কর্মী বিন্দুমাত্রও জড়িত হলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি'।
ছাত্রজীবনে রাজনীতির উত্থাল দিনের কথা স্মরণ করে আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শামীম বলেন, আমি যেদিন জাকসু’র ভিপি নির্বাচিত হই তার আগের রাতেও আমার বিছানাপত্রে আগুন দিয়েছিল তৎকালীন সরকারের ছাত্রসংগঠনের নেতারা। কিন্তু কখনোই আমাদেরকে ছাত্র-ছাত্রীদের মন থেকে দূরে রাখতে পারেনি। তাই বিপুল ভোটের ব্যবধানে আমি ভিপি নির্বাচিত হয়েছিলাম।
এসময় তিনি ছাত্রদেরকে এদেশের কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে হলের আবাসিক ১০ গবির ও মেধাবী ছাত্রদের মাঝে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা করা হয়।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান পুনর্মিলনীর আয়োজনের উদ্বোধন করেন। অমর একুশে হলের সাবেক ছাত্র ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে অন্যা্ন্যদের মধ্যে অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল ইসলাম এবং একুশে হলের সাবেক ছাত্র ও ভূতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।