বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছিলেন ‘দুর্যোগ মোকাবেলায় বৈঠক না করেই প্রধানমন্ত্রী বিদেশ গেছেন’এমন বক্তব্য নোংরা রাজনীতির পরিচায়ক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
শুক্রবার আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির কার্যালয়ে ঘূর্ণিঝড় ‘ফনি’ নিয়ে সংবাদ সম্মেলনে হানিফ এ কথা বলেন।
তিনি বলেন, দায়িত্বজ্ঞানহীনতা থেকে তিনি (রিজভী) এটি বলেছেন। এটি উন্মাদের প্রলাপ। প্রধানমন্ত্রী সব নির্দেশনা দিয়েই লন্ডন গেছেন। সেখান থেকে সার্বক্ষণিক সব মনিটরিং করছেন।
মাহবুবউল আলম হানিফ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় ‘ফনি’র সার্বিক বিষয় সার্বক্ষণিক মনিটরিং করছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে সম্ভাব্য ক্ষতি মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি রয়েছে সরকার ও আওয়ামী লীগের।
‘ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে অনেক সিদ্ধান্ত নেয়া হয়েছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে প্রশাসনকে সহযোগিতা করার।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ইতিমধ্যে উপকূলবর্তী জেলাগুলোর কর্মকর্তাদের সঙ্গে সরকারের শীর্ষ কর্মকর্তারা বৈঠক করেছেন। নৌ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সব কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে।
তিনি বলেন, নৌপথগুলোতে প্রয়োজনীয় নির্দেশনা পৌঁছে দেয়া হয়েছে। সাইক্লোন শেল্টারগুলো প্রস্তুত রাখা হয়েছে। মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। ত্রাণ হিসেবে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধ মজুদ রাখা হয়েছে।
এমনকি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে, যাতে আক্রান্ত ব্যক্তিরা প্রয়োজনে স্কুলগুলোতে আশ্রয় নিতে পারেন। এ ছাড়া উপকূলবর্তী জেলাগুলোতে আওয়ামী লীগের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে বলে জানান তিনি।
হানিফ আরও বলেন, সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সমন্বয়ে একটি মনিটরিং কমিটি করা হয়েছে। তথ্য আদান-প্রদানের জন্য একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। কেন্দ্রেও কিছু ত্রাণ ও মেডিকেল টিম প্রস্তুত রয়েছে।
এ ছাড়া বরিশাল, খুলনা ও চট্টগ্রামের জন্য তিনটি বিভাগীয় কমিটিও করা হয়েছে। এসব বিভাগের সাংগঠনিক সম্পাদকরা এ কমিটির সমন্বয় করবেন বলে জানান তিনি।
এ সময় হানিফ তথ্য আদান-প্রদানের জন্য দুটি নম্বর দেন। যেখানে ফোন করে যে কেউ তথ্য জানাতে ও জানতে পারেন। নম্বর দুটি হলো— ৯৬৭৭৮৮১ ও ৯৬৭৭৮৮২। এ ছাড়া একটি ফ্যাক্স নম্বর দেয়া হয়। নম্বরটি হলো— ৯৬৬৬৫৫০।
এ সময় আওয়ামী লীগের ত্রাণ উপকমিটির সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।