Bootstrap Image Preview
ঢাকা, ২৭ বুধবার, আগষ্ট ২০২৫ | ১১ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘ফণী’র কারণে বিমানবন্দরগুলোতে সতর্কতা জারি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ মে ২০১৯, ০২:৪২ PM
আপডেট: ০৩ মে ২০১৯, ০২:৪২ PM

bdmorning Image Preview


দেশের বিমানবন্দরগুলোতে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে সিডিউলেও সাময়িক পরিবর্তন আনা হবে বলে জানা গেছে।

আরো জানা গেছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিমানবন্দর কর্তৃপক্ষ ও আবহাওয়া অফিস।

তবে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজারসহ দেশের কোনো রুটে ফ্লাইট বাতিলের খবর পাওয়া যায়নি। একইভাবে আজ রাতেও ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজারগামী ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকবে কিনা- সে বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র শাকিল মেরাজ গণমাধ্যমকে বলেন, ‘বিমান এখনও কোনো ফ্লাইট বাতিল করেনি। ফণীর গতিবিধির প্রতি আমাদের পর্যবেক্ষণ সার্বক্ষণিক।’

তিনি আরো বলেন, ‘বিকেল নাগাদ ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত জানানো সম্ভব হবে।’

নভোএয়ারের বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান মেজবাউল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘আমরা পরশু দিন (শনিবার) নিয়েই ভাবছি। আপাতত আমরা শনিবার দুপুরের কলকাতা ফ্লাইট বন্ধ করেছি। কলকাতা বিমানবন্দর শুক্রবার রাত ৯টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ করায় আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। অভ্যন্তরীণ ফ্লাইটের ব্যাপারে আমরা এখনো সিদ্ধান্ত নেইনি। আমরা যত দূর জানতে পারছি, ঘূর্ণিঝড় আঘাত হানতে সন্ধ্যা হতে পারে। আমাদের বেশির ভাগ ফ্লাইট বিকেলের মধ্যে। আমরা অবস্থা দেখে সিদ্ধান্ত নেব।’

ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ ও মার্কেটিং) মো. কামরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, সিডিউলে কোনো পরিবর্তন নেই। আজকের রাতে আবহাওয়ার অবস্থা ওপর নির্ভর করে শনিবারের সকালের ফ্লাইটগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরো বলেন, ‘গত রাত ১০টা পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস দেখে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।’

এ ব্যাপারে শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুক কালের কণ্ঠকে বলেন, ফ্লাইট বন্ধের ঘটনা ঘটেনি। কার্যক্রম স্বাভাবিক আছে। তবে সাইক্লোন মোকাবেলায় বিমানবন্দরে সতকর্তা জারি করা হয়েছে।

তিনি আরো বলেন, ঘূর্ণিঝড় আঘাত হানার পর আবহাওয়ার অবস্থা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে ফণীর কারণে কলকাতা বিমানবন্দর আজ শুক্রবার রাত ৯টা থেকে আগামীকাল শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এ কারণে ঢাকা থেকে কলকাতার সব ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে দেশের সব এয়ারলাইনস। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত দেশের অভ্যন্তরীণ ফ্লাইটের ব্যাপারে সিদ্ধান্ত হয়নি।

Bootstrap Image Preview