Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ৪ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চ্যাম্পিয়ন্স লিগে আয়াক্স শো চলছেই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ মে ২০১৯, ০১:১৪ PM
আপডেট: ০৩ মে ২০১৯, ০১:১৪ PM

bdmorning Image Preview


চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যাওয়ার দিকে এক পা বাড়িয়ে রাখল আয়াক্স আমস্টারডাম। তারা সেমিফাইনালে প্রথম পর্বে টটেনহাম হটস্পারকে অ্যাওয়ে ম্যাচে হারাল ১-‌০ ব্যবধানে। 

কোয়ার্টার ফাইনালে জুভেন্টাসকে ছিটকে দিয়ে অঘটন ঘটানো আয়াক্স শুরুতেই এগিয়ে যায়। ম্যাচের ১৫ মিনিটের মাথায় তাদের হয়ে গোল করেন ডনি ভ্যান ডি বিক। প্রথমার্ধের এই এক গোলের ব্যবধান নিয়ে বিরতিতে যায় তারা।

বিরিতি থেকে ফিরে টটেনহাম ম্যাচে ফেরার জন্য আপ্রাণ চেষ্টা করে। তবে ম্যাচে ফেরা হয়নি তাদের। এদিকে ব্যবধান বাড়াতে পারেন আয়াক্স। শেষ অবদি ১-০ গোলের ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে আয়াক্স। 

তবে অ্যাওয়ে ম্যাচে ১ গোলে জিতে বেশ ভাল জায়গায় থাকল আয়াক্স। নিজেদের মাঠে খেলতে হবে সেমিফাইনালের দ্বিতীয় পর্ব। তাই টটেনহ্যামের কাজটা বেশ শক্ত। দ্বিতীয় পর্বের ম্যাচ আগামী বুধবার।‌

এর আগে মেসি ম্যাজিকে বুধবার রাতে বার্সিলোনা ঘরের মাঠে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে লিভারপুলকে। জোড়া গোল করেছেন মেসি। ফাইনালে যাওয়ার পথে কিছুটা হলেও এগিয়ে বার্সা। যদিও আগামী মঙ্গলবার অ্যানফিল্ডে গিয়ে খেলতে হবে মেসিদের।

Bootstrap Image Preview