Bootstrap Image Preview
ঢাকা, ২১ বৃহস্পতিবার, আগষ্ট ২০২৫ | ৫ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফণির কারণে ১৯ জেলার গৃহায়ন ও গণপূর্তের কর্মকর্তাদের ছুটি বাতিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ মে ২০১৯, ১০:০৪ PM
আপডেট: ০২ মে ২০১৯, ১০:১৪ PM

bdmorning Image Preview


ঘূর্ণিঝড় ফণির আশঙ্কায় দেশের উপকূলীয় ১৯টি জেলার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সকল দপ্তর, বিভাগ ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহের সকল কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন দেশের উপকূলীয় অঞ্চলের ১৯টি জেলার খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ভোলা, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, পটুয়াখালী, ফেনী, ঝালকাঠি, যশোর, সাতক্ষীরা, মাদারীপুর, শরীয়তপুর এবং গোপালগঞ্জ (নৈমিত্তিক, সাপ্তাহিক ও গেজেটেড) সকল প্রকারের ছটি বাতিল ঘোষণা করা হয়েছে।

আজ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়েছে বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা মোঃ ইফতেখার হোসেন।

একইসাথে উক্ত কর্মকর্তা-কর্মচারীগণকে সংশ্লিষ্ট জেলা প্রশাসন/উপজেলা প্রশাসনকে আসন্ন ঘূর্ণিঝড় ফণি মোকাবেলায় সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য উল্লিখিত দপ্তর আদেশের মাধ্যমে নির্দেশ প্রদান করা হয়েছে।

এছাড়া সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থা প্রধানকে বিষয়টি নিশ্চিত করার জন্য উক্ত আদেশে নির্দেশ প্রদান করা হয়েছে।

Bootstrap Image Preview