Bootstrap Image Preview
ঢাকা, ২১ বৃহস্পতিবার, আগষ্ট ২০২৫ | ৬ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রমজানে পঁচা, বাসি ও ভেজাল খাবার রোধে জিরো টলারেন্স দেখানো হবে: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ মে ২০১৯, ০৬:৪৩ PM
আপডেট: ০২ মে ২০১৯, ০৬:৪৩ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আসন্ন রমজানে পঁচা, বাসি ও ভেজাল খাবার রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে সরকার। জনগণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ নীতি গ্রহণ করা হবে।

আজ বিকাল ৩টায় খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত "আসন্ন মাহে রমজানে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ" বিষয়ক এক আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। রমজানে ঢাকাসহ বিভাগীয় শহরে ভেজালবিরোধী অভিযান জোরদার করা হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি খাদ্য স্থাপনা সমূহ মনিটরিং করারও ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, ঢাকাসহ সারাদেশে নিরাপদ খাদ্য উৎপাদন, বাজারজাতকরণ, সরবরাহ ও বিপণন নিশ্চিতকরণের লক্ষ্যে লিফলেট বিতরণসহ বিভিন্ন মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, নিরাপদ খাদ্যের নিশ্চয়তার জন্য মন্ত্রণালয়সহ সহযোগী সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করবে। রমজানের পবিত্রতা রক্ষায় খাদ্যমন্ত্রী সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন খাদ্য সচিব শাহাবুদ্দিন আহমদ, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহফুজুল হক, খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল কালাম আজাদসহ খাদ্য মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অন্যান্য মন্ত্রণালয় ও সংস্থার আগত আতিথিবৃন্দ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধি, হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির নের্তৃবৃন্দসহ সংশ্লিষ্টরা।

Bootstrap Image Preview