Bootstrap Image Preview
ঢাকা, ১১ রবিবার, মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ক্ষুধার জ্বালায় গরীব ভ্যান চালকের ১০ বছরের ছেলের আত্মহত্যা!

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০১ মে ২০১৯, ১০:৩০ PM
আপডেট: ০১ মে ২০১৯, ১০:৩০ PM

bdmorning Image Preview


সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে সাব্বির (১০) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের রাজাখাঁর চর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাব্বির ওই গ্রামের ভ্যানচালক আব্দুল বারিকের ছেলে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।

সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলমসহ স্থানীয়রা জানায়, আব্দুল বারিক খুবই গরিব। পরিবারের জন্য দু’বেলা খাবার জোগাড় করতে পারেন না তিনি। গত রাতেও তাদের পরিবারে খাবার জোটেনি। এ কারণেই সাব্বির আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) চাঁদ আলী মিয়া জানান, সোমবার সকালে নিজ বাড়ির পেছনে একটি কাঁঠাল গাছের সঙ্গে ওই শিশুটির ঝুলন্ত মরদেহ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়।

Bootstrap Image Preview