Bootstrap Image Preview
ঢাকা, ২১ বৃহস্পতিবার, আগষ্ট ২০২৫ | ৬ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সিংড়ায় পুলিশী বাঁধায় শ্রমিকদের র‌্যালি পণ্ড

সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ০১ মে ২০১৯, ০৫:৪৬ PM
আপডেট: ০১ মে ২০১৯, ০৫:৪৬ PM

bdmorning Image Preview


পুলিশী বাঁধায় নাটোরের সিংড়া উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের একাংশের মে দিবসের র‌্যালি পণ্ড হয়ে গেছে। এর আগের রাতে সিংড়া বাসস্ট্যান্ডে গভীর রাতে সংগঠনটির সমাবেশস্থলের সাজসজ্জা ভেঙ্গে দেয়া হয়।

ওই র‌্যালিতে নেতৃত্ব দেন সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক। র‌্যালিতে অংশ নেয় তার অনুসারী কয়েকশ শ্রমিক।

বুধবার সকাল সাড়ে ১০টায় পৌর শহরের সরকার পাড়া মহল্লা থেকে একটি র‌্যালি বের হলে বাসস্ট্যান্ড এলাকার মৎস্য আড়ৎ গেটে বাধা দেয় পুলিশ। পরে সেখান থেকে ফিরে এসে সরকার পাড়ায় স্থানীয় আ’লীগ অফিসের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

ওই সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান কামরান।

এ ব্যাপারে সিংড়া উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক বলেন, মঙ্গলবার দিবাগত রাতে তাকে ফোন করে সিংড়া থানা পুলিশের পক্ষ থেকে বুধবারের সমাবেশ বা র‌্যালী করতে নিষেধ করা হয়। তবুও কয়েকশ শ্রমিক তাদের সংগঠনের পূর্বাহবানে সিংড়া সরকারপাড়া থেকে র‌্যালী বের করে যা পুলিশ বাধা দিলে পন্ড হয়ে যায়। উপজেলার একটি প্রভাবশালী কুচক্রী মহলের ইশারায় এসব হয়েছে বলেও অভিযোগ করেন চেয়ারম্যান শফিক।

এ ব্যাপারে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান জানান, সিংড়া বাস টার্মিনালে শ্রমিক দিবসের আরেকটি অনুষ্ঠান চলার কারণে সংঘাত এড়ানোর জন্য তাদেকে সামনের দিকে যেতে দেওয়া হয়নি। তবে কারা সমাবেশ মঞ্চ ভেঙ্গে দিয়েছে তা জানেন না বলে জানান তিনি।

অপর দিকে সকালে সিংড়া উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের একাংশের আয়োজনে বাস টার্মিনাল থেকে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ অঅহমেদ পলকের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সিংড়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাস টার্মিনালে এসে শেষ হয়। পরে সেখানে শ্রমিক সমাবেশে বক্তব্য দেন তিনি। এ সময় পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস সহ শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview