চলতি বছরের মধ্যে ইস্তানবুল-ঢাকা-ইস্তানবুল রুটে নতুন ফ্লাইট চালু করবে তুরস্কের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা টার্কিশ এয়ারলাইন্স।
মঙ্গলবার ইস্তানবুলের টার্কিশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ে বাংলাদেশ থেকে সফররত মিডিয়া ট্যুর সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা জানান সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট সেলস (এশিয়া অ্যান্ড ফারইস্ট) থানচি ইমিনোগলু।
বাংলাদেশেল সঙ্গে তুরস্কের সম্পর্ক দিনদিন বৃদ্ধি পাচ্ছে জানিয়ে থানচি হিমনোগলু বলেন, ‘বাংলাদেশের বিপুল জনসংখ্যা আমাদের জন্য ভালো বাজার। কিন্তু ভিসা জটিলতার কারণে বাংলাদেশ থেকে কম যাত্রী আসতে পারছেন।’
তবে গত দু-এক বছরে বাংলাদেশি যাত্রীর সংখ্যা বাড়ছে জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে তুরস্কে গত বছর শতকরা ৮ ভাগ যাত্রী পরিবহন করে।’
তিনি তথ্য দেন, ‘২০১৮ সালে টার্কিশ এয়ারলাইন্সের মাধ্যমে বাংলাদেশ থেকে মোট এক লাখ ৭০ হাজার যাত্রী পরিবহন করেছে। পরিবহনকৃত মোট যাত্রীর শতকরা ৯২ ভাগ যাত্রী ইস্তানবুলকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছে।’
তুরস্কে বাংলাদেশিদের যাতায়াতের সংখ্যা আরও বাড়বে বলে জানিয়ে থানচি বলেন, ‘তুরস্কের জনপ্রিয় সিরিয়াল সুলতান সুলেমান দেখার পর দেশটির প্রতি বাংলাদেশিদের আগ্রহ বাড়ছে। যে কারণে যাত্রী সংখ্যা উল্লেখজনক হারে বাড়ছে।’
টার্কিশ এয়ারলাইন্স বর্তমানে বিশ্বের ১২৪টি দেশের ৩৩৮টি শহরের ৩১১টি গন্তব্য যাত্রী পরিবহন করছে।