Bootstrap Image Preview
ঢাকা, ২১ বৃহস্পতিবার, আগষ্ট ২০২৫ | ৬ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাজারে দ্রব্যমূল্য সহনীয় অবস্থায় আছে: বাণিজ্যমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৯, ০৫:৪২ PM
আপডেট: ৩০ এপ্রিল ২০১৯, ০৫:৪৬ PM

bdmorning Image Preview


রোজাকে সামনে রেখে ছোলার দাম বাড়ার সুযোগ নেই উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, নিত্যপণ্যের বাজারে দ্রব্যমূল্য সহনীয় অবস্থায় আছে। দুই একটি পণ্যের দাম বেড়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সচিবালয়ে ‘জাতীয় ভোক্তা দিবস-২০১৯’ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমানে পণ্যের বাজারমূ্ল্য যে অবস্থায় রয়েছে, তাতে মানুষের ওপর তেমন চাপ পড়বে না। বিগত ২০১৭ আর ২০১৮ সালে রমজানের সময় প্রতিটি পণ্যের যে দাম ছিল তার চেয়ে এখন দাম অনেকটাই কমেছে। কোনো কোনো জায়গায় দাম বেড়েছে, কিন্তু সব জায়গায় না। যেখানে দাম বাড়ছে সেখানে আমাদের অভিযান চলছে। এই অভিযান অব্যাহত থাকবে।

মন্ত্রী বলেন, চিনির উৎপাদন মূল্য কিছুটা বেড়েছে। তবে দেশের বাজারে বৃহত্তর ব্যবসায়ী প্রতিষ্ঠান সিটি গ্রুপ তেলের দাম দুই টাকা কমানোর ঘোষণা দিয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ছোলা যা দরকার তার চেয়েও বেশি মজুদ রয়েছে। বাজারে ছোলা ৬০ টাকা আবার কোনো ছোলা একশ' টাকা। অসাধু ব্যবসায়ীরা দাম বাড়ানোর চেষ্টা করে, সেটি আমরা দেখছি। চাঁদাবাজি নিয়ন্ত্রণের বিষয়টিও দেখা হচ্ছে। এছাড়া সবার সাথে বসে মাংসের দাম নির্ধারণ করা হয়েছে। যাতে সেটি ঠিক রাখা যায়, সেটি আমরা দেখব।

তিনি বলেন, আমরা রমজানে প্রতিদিন মন্ত্রণালয়ের চারটি ও ভোক্তা অধিকারের চারটি দল অভিযান পরিচালনা করবে। এই অভিযানে মেজিস্ট্রেট না হলেও হয়। তারা জরিমানা করতে পারে।

Bootstrap Image Preview