Bootstrap Image Preview
ঢাকা, ২১ বৃহস্পতিবার, আগষ্ট ২০২৫ | ৬ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভারত-বাংলাদেশ সম্পর্ক গভীরতর হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৯, ০৫:১৮ PM
আপডেট: ৩০ এপ্রিল ২০১৯, ০৫:১৮ PM

bdmorning Image Preview


ভারতের নবনিযুক্ত হাইকমিশনার রিভা গাঙ্গুলী আজ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলমের সাথে তাঁর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এ সময় তিনি ভারতীয় হাইকমিশনারকে বাংলাদেশে স্বাগত জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশনার আলোকে দু’দেশের মধ্যে রেল ও সড়ক যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগ এবং যাতায়াত বৃদ্ধি পাওয়াকে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক বলে তিনি মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী রেল ও নৌপথে আরো যোগাযোগ বৃদ্ধির চলমান কার্যক্রমকে স্বাগত জানান।

এছাড়া তাঁরা দু’দেশের মধ্যে বিদ্যমান বিদ্যুৎ আমদানি-রপ্তানির বিষয়েও আলোচনা করেন। আগামীতে দ্বিপাক্ষিক সম্পর্ক গভীরতর হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারতীয় নতুন হাইকমিশনারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং বাংলাদেশে তাঁর কার্যকালীন সময় সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Bootstrap Image Preview