নাগরিক সেবায় সর্বোচ্চ অবদান রাখা ওয়ার্ডকে মেয়র অ্যাওয়ার্ড দেয়া হবে বলে জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
সোমবার (২৯ এপ্রিল) ডিএনসিসি নগর ভবনে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের বাহক এডিস মশা নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
মেয়র বলেন, ২০২০ সালে নাগরিক সেবায় যারা সর্বোচ্চ অবদান রাখবে তাদের মুজিব বর্ষ অ্যাওয়ার্ড দেয়া হবে। পরিচ্ছন্নতা কার্যক্রমসহ অন্যান্য নাগরিক সেবা প্রদানে উৎসাহ বাড়াতে এ পুরস্কার দেয়া হবে।
মতবিনিময় সভায় সাংবাদিক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে শতকরা ৯০ ভাগ কাজ জনগণের। মেয়রকে সবাই সহযোগিতা করলে এডিস মশা নিয়ন্ত্রণে রাখা যাবে। আমাদের তরুণ সমাজসহ সবাইকে এতে সম্পৃক্ত করতে হবে।
এদিকে, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিষয়ে জনসচেতনতা বাড়াতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় ডিএনসিসির পাশে থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান।
এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- চিত্রশিল্পী মনিরুজ্জমান, কীটতত্ত্ববিদ ড. মঞ্জুর আহমেদ চৌধুরী, মশা গবেষক অধ্যাপক কবিরুল বাশার, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক মিরজাদা সেবরিনা ফ্লোরা, গণমাধ্যম ব্যক্তিত্ব সৈয়দ ইশতিয়াক রেজা, ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক শহীদ আখতার হোসেন, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, প্যানেল মেয়র জামাল মোস্তফা ও কাউন্সিলর দেওয়ান আবদুল মান্নান প্রমুখ।