Bootstrap Image Preview
ঢাকা, ২৬ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ১১ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘সেবায় সর্বোচ্চ অবদান রাখা ওয়ার্ডকে দেয়া হবে মেয়র অ্যাওয়ার্ড’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৯, ০৩:৪২ PM
আপডেট: ৩০ এপ্রিল ২০১৯, ০৩:৪২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নাগরিক সেবায় সর্বোচ্চ অবদান রাখা ওয়ার্ডকে মেয়র অ্যাওয়ার্ড দেয়া হবে বলে জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

সোমবার (২৯ এপ্রিল) ডিএনসিসি নগর ভবনে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের বাহক এডিস মশা নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

মেয়র বলেন, ২০২০ সালে নাগরিক সেবায় যারা সর্বোচ্চ অবদান রাখবে তাদের  মুজিব বর্ষ অ্যাওয়ার্ড দেয়া হবে। পরিচ্ছন্নতা কার্যক্রমসহ অন্যান্য নাগরিক সেবা প্রদানে উৎসাহ বাড়াতে এ পুরস্কার দেয়া হবে।

মতবিনিময় সভায় সাংবাদিক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে শতকরা ৯০ ভাগ কাজ জনগণের। মেয়রকে সবাই সহযোগিতা করলে এডিস মশা নিয়ন্ত্রণে রাখা যাবে। আমাদের তরুণ সমাজসহ সবাইকে এতে সম্পৃক্ত করতে হবে।

এদিকে, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিষয়ে জনসচেতনতা বাড়াতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় ডিএনসিসির পাশে থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান।

এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- চিত্রশিল্পী মনিরুজ্জমান, কীটতত্ত্ববিদ ড. মঞ্জুর আহমেদ চৌধুরী, মশা গবেষক অধ্যাপক কবিরুল বাশার, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক মিরজাদা সেবরিনা ফ্লোরা, গণমাধ্যম ব্যক্তিত্ব সৈয়দ ইশতিয়াক রেজা, ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক শহীদ আখতার হোসেন, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, প্যানেল মেয়র জামাল মোস্তফা ও কাউন্সিলর দেওয়ান আবদুল মান্নান প্রমুখ।

 

Bootstrap Image Preview