Bootstrap Image Preview
ঢাকা, ১১ রবিবার, মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সুনামগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯, ১০:৫৪ PM
আপডেট: ২৯ এপ্রিল ২০১৯, ১০:৫৪ PM

bdmorning Image Preview


সুনামগঞ্জের তাহিরপুরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ আনজার হোসেন (২৪) নামের এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বাদাঠের স্থানীয় একটি গালর্স স্কুলের সামনের সড়ক থেকে তাকে আট করা হয়। আনজার উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের হলহলিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিট কর্মকর্তা এসআই আমির উদ্দিন জানান, উপজেলার বাদাঘাটের স্থানীয় একটি গার্লস স্কুলের সামনের মহাসড়কে ইয়াবা বিক্রয়কালে সহকারি বিট কর্মকর্তা এএসআই মনিরুল ইসলামের নেতৃত্বে ফাঁড়ির একদল পুলিশ আনজারকে আট করে। এ সময় তার দেহ তল্লাশী করে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

তিনি আরো জানান, আনজার ইতিপুর্বেও ইয়াবার চালানসহ আটক হয়ে ওই মামলায় বেশ কযেকমাস জেলা করাগারে হাজত বাসের পর জামিনে ছাড়া পেয়ে ফের ইয়াবা ব্যবসায় তৎপর হয়ে উঠেছিল।

Bootstrap Image Preview