Bootstrap Image Preview
ঢাকা, ২১ বৃহস্পতিবার, আগষ্ট ২০২৫ | ৬ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফরেনসিক পরীক্ষার পর নিহতের মূল সংখ্যা জানা যাবে: বেনজীর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯, ০২:২০ PM
আপডেট: ২৯ এপ্রিল ২০১৯, ০২:৫০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় ‘জঙ্গি আস্তানায়’ বিস্ফোরণে দুজন নিহত হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। তবে ফরেনসিক পরীক্ষার পর নিহতের সঠিক সংখ্যা জানা যাবে।

সোমবার ( ২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বেনজীর আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বেলা ১১টার দিকে তিনি বলেন, তিনটি পায়ের নমুনা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, দুজন নিহত হয়েছেন। তবে ফরেনসিক পরীক্ষার পর নিহতের মূল সংখ্যা জানা যাবে।

বেনজীর আহমেদ বলেন, বাড়ির মালিক ও তত্ত্বাবধানকারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বাড়ির মালিক জানিয়েছেন, বাসাটি চলতি মাসের ১ তারিখে ভাড়া নেন নিহত ব্যক্তিরা। তবে ভাড়া দেয়ার সময় তাদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের কোনো কপি নেয়া হয়নি।

তিনি আরও বলেন, গতকাল রাতে বাড়ির তত্ত্বাবধানকারীকে বাড়িটি থেকে বের করার সময় র‌্যাবকে লক্ষ্য করে বাড়ির ভেতর থেকে গুলি ছোড়া হয়। নিহত ব্যক্তিরা জঙ্গি। তবে তারা কোন সংগঠনের সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

প্রসঙ্গত, রবিবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়িটি ঘিরে রাখা হয়। বাড়িটির ভেতর থেকে গুলি ও দুটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে দাবি করে র‍্যাব। বাড়িটির আশপাশের লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে।

বসিলার মেট্রো হাউজিং এলাকায় বাড়িটি অবস্থিত। মেট্রো হাউজিংয়ের দক্ষিণ-পূর্ব কোনার শেষ প্রান্তে একতলা টিনশেড ভবনটির অবস্থান। জঙ্গি অবস্থানের তথ্য জানার পরিপ্রেক্ষিতেই বাড়িটি ঘিরে অভিযান শুরু করে র‍্যাব-২।

এর আগে সকালে র‍্যাবের পরিচালক (গণমাধ্যম) মুফতি মাহমুদ খান সাংবাদিকদের বলেন, বাড়িটির ভেতর দু-তিনজন ‘জঙ্গি’ নিহত হয়েছেন বলে ধারণা করা যাচ্ছে।

Bootstrap Image Preview