কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপির সাথে শেপার্ড গ্রুপের চেয়ারম্যান কাউ ওয়েন ফু'র নেতৃত্বে এক প্রতিনিধি দল সাক্ষাৎ করেন।
আজ রবিবার মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
এ সময় প্রতিনিধি দলের সাথে এলোভেরা চাষ ও রপ্তানি নিয়ে কথা হয় প্রতিনিধিবৃন্দের সাথে। এ সময় দেশে উৎপাদিত বিভিন্ন সবজি ও ঔষধিগাছ নিয়ে কথা হয়। প্রতিনিধিদর তারা বাংলাদেশে এলোভেরা চাষ ও এর রপ্তানি করতে চায় এজন্য শুল্ক সুবিধার জ্ন্য মন্ত্রীকে বলেন।
কৃষিমন্ত্রী তাদের আস্বস্থ করেন যে তাদের সকল সহায়তা করা হবে। কৃষিক্ষেত্রে যে কোন সহযোগিতা করতে সরকার সবসময় প্রস্তুত।