পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ভারত আমাদের মহান মুক্তিযুদ্ধে সার্বিকভাবে সহযোগিতা করছে। তাদের সাথে আমাদের সম্পর্ক কখনো নষ্ট হবে না।
আজ রাজধানীর ফরেন একাডেমিতে ফরেন সার্ভিস ডে'তে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ভারতের সাথে আমাদের ৫৪টি নদী আছে। এসবের মধ্যে অনেকগুলো সমস্যার সমাধান হয়েছে। তবে তিস্তা নিয়ে এখনো সমস্যা রয়ে গেছে।
তিনি বলেন, মিয়ানমারের সাথে আলোচনা চলছে। জাতিসংঘের অসংখ্য লোক বাংলাদেশে কাজ করছে। আমরা তাদের বলেছি আপনারা মিয়ানমারের সাথে কথা বলুন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ মডেল অব হিউমেনিটি কান্ট্রি। আমরা ১০ লাখের উপর রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি। ইউরোপে মাত্র ১০ লাখ মানুষ ঢুকে ছিল তারা হৈ চৈ ফেলে দিয়েছিল।
সমুদ্র সম্পদ আহরণের ব্যাপারে ড. মোমেন বলেন, বঙ্গোপসাগরে ভারত, মিয়ানমার সম্পদ আহরণ করছে। আমরা কিছুটা পিছিয়ে আছি।