Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঠাকুরগাঁওয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০১৯, ০৭:২৫ PM
আপডেট: ২৭ এপ্রিল ২০১৯, ০৭:২৫ PM

bdmorning Image Preview


ঠাকুরগাঁওয়ে উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১০৭জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) সকালে পিকেএসএফের শিক্ষাবৃত্তি কার্যক্রমের আওতায় ও বেসরকারি এনজিও সংস্থা ইএসডিও’র উদ্যোগে ১০৭জন শিক্ষার্থীদের মাঝে ১২ হাজার টাকা করে ১২ লাখ ৮৪ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।

এর আগে শহরের গোবিন্দনগর এলাকায় ইএসডিও’র প্রধান কার্যালয়ের মেধা অনুশীলন কেন্দ্রে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন আল আজাদ, ইকো কলেজের অধ্যক্ষ সেলিমা আখতার, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, ডেইলি স্টার পত্রিকার ঠাকুরগাঁও প্রতিনিধি কামরুল ইসলাম রুবায়েত প্রমুখ। 

Bootstrap Image Preview