Bootstrap Image Preview
ঢাকা, ২৬ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ১০ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাংবাদিক মাহফুজউল্লাহ এর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০১৯, ০৭:০৮ PM
আপডেট: ২৭ এপ্রিল ২০১৯, ০৭:০৮ PM

bdmorning Image Preview


সাংবাদিক মাহফুজউল্লাহ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, এমপি। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। পররাষ্ট্রমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো: তৌহিদুল ইসলামের প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানা যায়।

পররাষ্ট্রমন্ত্রী এক শোক বার্তায় বলেন, মাহফুজউল্লাহ যখন তৎকালীন সাপ্তাহিক বিচিত্রায় কাজ করতেন, তখন থেকে আমার সাথে তাঁর পরিচয় এবং তাঁর বড় ভাই অধ্যাপক মাহবুব উল্লাহ বিশ্ববিদ্যালয়ে একই বিভাগে আমার সিনিয়র ছিলেন। মতের ভিন্নতা থাকলেও মাহফুজউল্লাহ এর ব্যবহার ছিল উত্তম।

পৃথিবী ছেড়ে মাহফুজউল্লাহ চলে যাওয়ায় ড. মোমেন গভীর দু:খ প্রকাশ করেছেন।

Bootstrap Image Preview