Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গণফোরামের কাউন্সিলে মোকাব্বির!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৯, ০১:১২ PM
আপডেট: ২৬ এপ্রিল ২০১৯, ০১:১২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


গণফোরামের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। তবে এ কাউন্সিলের মঞ্চে দলের শীর্ষ নেতাদের সঙ্গে দেখা গেছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে নির্বাচিত গণফোরাম নেতা মোকাব্বির খানকে।

শুক্রবার (২৬ এপ্রিল) সকাল থেকে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

এর আগে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে গত ২ এপ্রিল সংসদ সদস্য হিসেবে শপথ নেন মোকাব্বির খান। দলের অনুমতি না নিয়ে এমন একটি পদক্ষেপ নেওয়ায় তাকে নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। দলের প্রধান ড. কামাল বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হন। এমনকি শপথ নেওয়ার তিনদিন পর ৫ এপ্রিল ড. কামাল হোসেনের সঙ্গে দেখা করতে গেলে তিনি ক্ষুব্ধ হয়ে মোকাব্বিরকে সেখান থেকে বের করে দেন। সেসময় কয়েকজন গণফোরাম নেতা জানিয়েছিলেন, তাকে বহিস্কার করা হতে পারে।

কিন্তু ওই ঘটনার দেড় মাসের মাথায় শুক্রবার ড. কামালের সঙ্গে একসাথে কাউন্সিল মঞ্চে প্রবেশ করেন মোকাব্বির খান।

শুধু মোকাব্বিরই নন, গত নির্বাচনে গণফোরামের বিজয়ী আরেক প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুরও সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। এ কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

Bootstrap Image Preview